3 compartments of the moving train are burning and burning our humanity
চলন্ত ট্রেনের ৩টি বগি আমাদের মানবতাকে জ্বালিয়ে দিচ্ছে. জ্বলছে আগুন, জ্বলছে আমাদের মানবতা .
গারি ও , ট্রেনে আগুন দিয়ে বা পিটিয়ে মেরে ফলে রাজনৈতিক সুবিধা নেয়া এখন যেন বাংলাদেশের রাজনৈতিক একটা অংশ। এক দল আরেক দলকে দোষারোপ করছেন। রক্ত রক্তের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এক অসুস্থ রাজনীতির ছায়ায়। এতোটাই ভয়ংকর দানবীয় সংস্কৃতি আমাদের রাজনীতিতে চালু হয়েছে যা বর্ননা করে শেষ করা জাবেনা। রাজনৈতিক সুবিধার জন্য এইযে বর্বরতা, মানুষ হত্যা, দায় চাপানোর রাজনীতি, এগুলো কি দিন দিন কি আর কমার সন্ভাবনা আছে ? নাকি এই গতি শুধু বেড়েই চলবে ?
উত্তরে যদি বলি পেছানোর সুযোগ নেই, তবে ভুল হবে না। আর এর মুল্য দিচ্ছে এবং ভবিষ্যতেও দিতে হবে সাধারণ জনগনকে। বাংলাদেশের ৫২ বছরের পদার্পনের ইতিহাস হলো মানুষ পুরিয়ে, দায়চাপিয়ে, রাজনৈতিক সুবিধা নেয়ার রাজনীতি।
রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আজ আমরা হিংস্র, হায়েনার মতো মানুষ মেরে ফেলছি।কাউকে আগুনে পুড়িয়ে, কাউকে কুপিয়ে, গুম করে হত্যা করে ফেলছি। এ যেন এক ফেরাউনের রাজ্যে বসবাস করছি আমরা।অপরাধীদের কোন বিচার হচ্ছে না,নেই কোন নিয়ন্ত্রণ কোন কিছুর।
মানবতা, সভ্যতা, ভালোবাসা সবই যেন হাড়িয়ে গেছে।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।